থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে শুরু হওয়া সীমান্ত সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আসিয়ান সেমিকন্ডাক্টর সম্মেলনে মূল ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি মনে করি যা ঘটছে তা উদ্বেগজনক। উভয় দেশই আসিয়ানের গুরুত্বপূর্ণ সদস্য এবং মালয়েশিয়ার ঘনিষ্ঠ প্রতিবেশী।’
এই পরিস্থিতি নিয়ে আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।
মালয়েশিয়া বর্তমানে ১০ সদস্যের আসিয়ান জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। আনোয়ার এর আগেও এই বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। আজ এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করে যখন একটি থাই এফ-সিক্সটিন যুদ্ধবিমান কম্বোডিয়ায় লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় বলে উভয় পক্ষ থেকে খবর পাওয়া গেছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দুই প্রধানমন্ত্রীকেই বার্তা পাঠিয়েছি এবং আজ সন্ধ্যায় বা রাতে তাদের সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি।’
রয়টার্স থাই সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, থাইল্যান্ডের একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিতর্কিত সীমান্তে প্রস্তুত থাকার পর কম্বোডিয়ার ভেতরে গুলি চালিয়ে একটি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
