ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুঁজিবাদী ব্যবস্থায় সাংবাদিকতার পথ খুব পিচ্ছিল: প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পিএম

প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রহমান বলেছেন, পুঁজিবাদী ব্যবস্থায় সাংবাদিকতার পথ খুব পিচ্ছিল। না হলে হলুদ সাংবাদিকতা কথাটি আসবে কেন? এই কঠিন সময়ে একটি মানুষও যদি প্রমাণ করতে পারে যে, সে ন্যায়ের সাথে সাংবাদিকতা করছে, অন্যথায় করবে না, স্যালুট হিম।

সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনশ্রীতে দৈনিক খবর সংযোগের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রিন্ট পত্রিকাটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ড. আবদুর রহমান বলেন, ‘আপনারা লিখছেন, সত্যের সঙ্গে, মিথ্যার বিপক্ষে। দুর্নীতিবাজের বিপক্ষে, জুলামবাজের বিপক্ষে। মূলত মানবিকতার পক্ষে। এই কাজটি অনেক কঠিন। কঠিনের প্রমাণও আছে। কত বছর হয়ে গেলো- সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের তারিখ কতবার পরিবর্তন হয়েছে। একটি স্বাধীন দেশে সাংবাদিক দম্পতি হত্যা হলো। এ ঘটনার বিচারের দাবিতে কতবার সাংবাদিকদের রাস্তায় দাঁড়াতে হয়েছে।

তিনি আরো বলেন, পুঁজিবাদের চাপে সব শেষ হয়ে গেছে। রাজনীতিবিদরা শেষ হয়ে গেছে, শিক্ষকরা শেষ হয়ে গেছে, সাংবাদিকরাও শেষ হয়ে গেছে। অবশ্যই ঝামেলা আছে। না হলে হলুদ সাংবাদিকতা শব্দটি আসবে কেন? পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সাংবাদিকতার পথ খুব পিচ্ছিল।

প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য বলেন, বাংলাদেশের সাংবাদিকরাই দেশকে স্বাধীন করেছে। বাংলদেশের সাংবাদিকতার ইতিহাস এ দেশের স্বাধীনতার ইতিহাস। যখন এই দেশের কেউ ৬ দফা আন্দোলনের আলোচনার সাহস পায়নি, তখন দৈনিক ইত্তেফাক পত্রিকার অফিসে মিটিংয়ের ব্যবস্থা করা হয়। শেখ মুজিবের শাসনামলে তার চোখের ওপর চোখ রেখে সাংবাদিক বলেছিলেন, এ দেশে স্বাভাবিক মৃত্যুর অধিকার চাই। অর্থাৎ তার আমলে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি যে নেই, এটাই বুঝিয়েছেন।

অনুষ্ঠানে সত্যের সঙ্গে ‘দৈনিক খবর সংযোগ’ এক নতুন সংযোজন হিসেবে অগ্রসর হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বর্তমান প্রজন্মকে বস্তনিষ্ঠ সংবাদ উপহার দিতে খবর সংযোগকে অনুরোধ জানান প্রাইম ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম হোসেন।

আনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল হাসান এবং প্রাইম ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন- ‘দৈনিক খবর সংযোগ’ এর প্রকাশক ও সম্পাদক শেখ নজরুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক শেখ সামিন ইয়াসার, বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক ও যুগ্ম বার্তা সম্পাদক কাউছার খোকনসহ দৈনিক খবর সংযোগের সংবাদকর্মীরা।

NJ/FJ
আরও পড়ুন