ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। তেল আবিব, আশকেলন ও হাইফা শহরের দিকে তারা তিনটি ড্রোন নিক্ষেপ করেছে দায় স্বীকার করেছে গোষ্ঠীটি।
রোববার (৩ আগস্ট) এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে এই হামলার দায় স্বীকার করেন হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
সারি বলেন, এই ড্রোন হামলা ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধের অংশ। হামলার কিছু সময় পরই গাজার নিকটবর্তী নেটজারিম বনাঞ্চল ও মিশর সীমান্ত এলাকায় সাইরেন বেজে ওঠে, যা ড্রোনের উপস্থিতির সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তিনটি ড্রোনের মধ্যে একটি গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য জানায়নি তেল আবিব।
চলমান গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হুথি গোষ্ঠী ইসরায়েলবিরোধী অবস্থান জোরালো করে তুলেছে। তারা বারবার হুঁশিয়ারি দিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন চলতে থাকলে, ইসরায়েল ও তার মিত্রদের লক্ষ্য করে আরও বড় ধরনের হামলা চালানো হবে। সূত্র: আল জাজিরা
গাজায় নিহত আরও ১১৯ ফিলিস্তিনি