ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া চার বাংলাদেশিকে ফেরত এনেছে বিজিবি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে জেলার বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫০) এবং তার তিন সন্তান সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও আলফা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সন্ধানে নজরুল ইসলাম তার সন্তানদের নিয়ে ভারতে যাচ্ছিলেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। পরে বিএসএফের পক্ষ থেকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহম্মদ বলেন, ‘মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক আটককৃত চার বাংলাদেশিকে আমাদের কাছে হস্তান্তর করে। তারা সবাই বাংলাদেশের নাগরিক।’

এ বিষয়ে বড় পলাশবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবু সালে জানান, ‘ বিকেল ৪ টার দিকে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।’

 

DR/SN
আরও পড়ুন