বর্ষাকালে হালকা বা মুষলধারে বৃষ্টি যেন নিত্যদিনের সঙ্গী। এ সময় রাস্তায় ভিজে যাওয়া, কাপড় না শুকানো এবং মোবাইল হাতে থাকা খুব সাধারণ বিষয়। তবে এই সময় মোবাইল চার্জ দেওয়ার সময় সতর্ক না থাকলে ছোট একটি ভুল থেকেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বর্ষাকালে মোবাইল চার্জ দেওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকা জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির দিনে স্মার্টফোন চার্জ দিতে গিয়ে সচেতন না হলে শর্ট সার্কিট, ফোন নষ্ট হয়ে যাওয়া এমনকি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও ঘটতে পারে।
চলুন জেনে নিই, কোন ভুলগুলো সবচেয়ে বেশি করা হয় বর্ষাকালে এবং সেগুলোর বিপদ কী-
১. ভেজা হাতে চার্জ দেওয়া
বৃষ্টিতে ভিজে বাসায় ঢুকে, হাতে ফোন আর সঙ্গে সঙ্গে চার্জার লাগিয়ে দিলেন? সাবধান!
ভেজা হাতে ফোন চার্জ দেওয়া বিপজ্জনক, কারণ পানি তড়িৎ পরিবাহী। এতে শর্ট সার্কিট বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে।
করণীয়:
চার্জ দেওয়ার আগে হাত ভালোভাবে মুছে শুকিয়ে নিন।
ফোনের চার্জ পোর্টও একবার টিস্যু দিয়ে মুছে নিন।
২. ভেজা চার্জার বা তার ব্যবহার
চার্জার ভিজে গেলে তা প্লাগ-ইন করা বিপজ্জনক। এতে চার্জার বা ফোন নষ্ট হতে পারে, এমনকি আগুন লাগার ঝুঁকিও থাকে।
করণীয়:
চার্জার বা চার্জিং কেবল যদি ভেজা হয়ে যায়, তা ভালোভাবে শুকিয়ে নিন।
সম্ভব হলে ওয়াটারপ্রুফ চার্জার ব্যাগ ব্যবহার করুন।
৩. চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার
অনেকেই ফোন চার্জে দিয়ে কথা বলেন বা স্ক্রল করেন-যা বর্ষাকালে আরও বিপজ্জনক। ভিজে থাকা অবস্থায় চার্জযুক্ত ফোন ব্যবহারে ইলেকট্রিক শকের আশঙ্কা থাকে।
করণীয়:
ফোন চার্জে দেওয়ার সময় সেটিকে ব্যবহার না করাই ভালো।
বিশেষ করে যদি চার্জার ও সকেট সঠিক না হয় বা চায়না ব্র্যান্ডের হয়, ঝুঁকি বাড়ে।
৪. লোকাল চার্জার ও নিম্নমানের মাল্টিপ্লাগ ব্যবহার
বর্ষাকালে বিদ্যুৎ ওঠানামা স্বাভাবিক। এতে অরিজিনাল চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহারে ফোন পুড়ে যেতে পারে।
করণীয়:
ব্র্যান্ডেড, সঠিক ভোল্টেজযুক্ত চার্জার ব্যবহার করুন।
ভালো মানের সার্জ প্রটেকশনযুক্ত মাল্টিপ্লাগ ব্যবহার করুন।
সংক্ষেপে করণীয়
চার্জ দেওয়ার আগে হাত-মোবাইল শুকিয়ে নিন
ভেজা চার্জার/কেবল ব্যবহার করবেন না
ফোন চার্জে থাকলে ব্যবহার থেকে বিরত থাকুন
ওরিজিনাল ও ভালো মানের চার্জার ব্যবহার করুন
বাড়িতে সার্জ প্রটেক্টর বা ইউপিএস থাকলে আরও নিরাপদ
একটি সামান্য অসতর্কতা, যেমন ভেজা হাতে মোবাইল চার্জে দেওয়া, হতে পারে বড় দুর্ঘটনার কারণ। বর্ষাকালে গ্যাজেট ব্যবহারে সচেতনতা শুধু ডিভাইস রক্ষাই নয়, জীবন রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা
কতটা তৃষ্ণার্ত এআই!
ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত অ্যাপলের