কুমিল্লার চৌদ্দগ্রামে অটোরিকশা মিশুক চালককে হত্যার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিজ এলাকা থেকেই র্যাব তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তুহিন মজুমদার (৩২) চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের বাবুল মজুমদারের ছেলে।
র্যাব-১১ সূত্র জানায়, গত ২ জুলাই বিকেলে মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার বাসিন্দা তাফরুল ইসলাম সৈকত (১৯) মিশুক অটোরিকশা চালক জন্য বের হন। এরপর থেকেই নিখোঁজ হন। পরদিন সকালে নাঙ্গলিয়া খাল পাড়ে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় মামলা দায়ের হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে তুহিন মজুমদারকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিদের সাথে ভিকটিমের সুসম্পর্ক ছিল। সেই সূত্র ধরে গত ১ জুলাই রাতে আসামিসহ তার অন্যান্য সহযোগীরা মিলে ভিকটিমকে হত্যা করে তার অটো মিশুকটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২ জুলাই ১১টায় আসামিরা অটোমিশুকসহ ভিকটিমকে নিয়ে বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল এলাকায় গিয়ে সবাই মিলে বসে গল্প করে।
বাকিতে ইয়াবা না দেওয়ায় মাদক বিক্রেতাকে হত্যা