ব্রাজিলে বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ আহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দেশটির মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স
শনিবার (৯ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষ ও রাস্তায় টোল আদায়কারী সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম জি১ এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। ব্রাজিলে এমন সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দেশটিতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরেও দেশটিতে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ৩৮ জনের মৃত্যু হয়।
জাতিসংঘের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার ছিল প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১৫.৭ জন, যা আর্জেন্টিনার প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৮.৮ জন মৃত্যুহারের তুলনায় অনেক বেশি।
দেশটি একুশ শতকের শেষ নাগাদ সড়কে মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে। পরিবহন মন্ত্রণালয়ের মতে ২০২১ থেকে ২০৩০ সালের মধ্যে ৮৬ হাজার জীবন বাঁচাবে। খবর রয়টার্স।
জম্মু ও কাশ্মীরে দুই ভারতীয় সেনা নিহত