ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বার্বি ডল লুকে মুগ্ধতা ছড়ালেন রোজা

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:২০ এএম

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত গ্ল্যামার গার্ল ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ আবারও আলোচনায়। রোববার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে নতুন করে নজর কাড়লেন এই জনপ্রিয় মেকআপ উদ্যোক্তা।

ছবিগুলোতে রোজাকে দেখা যায় হালকা গোলাপি রঙের একটি গাউনে, খোলা চুল ও ন্যাচারাল লুকে। ক্যাপশনে লেখেন, "Pink Perfection by the Marina"। ছবির ব্যাকগ্রাউন্ড দেখে ধারণা করা যাচ্ছে, তিনি সাগরপাড়ে সময় কাটাচ্ছেন।

রোজার এই স্টাইলিশ লুক সামাজিক মাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্যঘর। কেউ তাকে ‘বার্বি ডল’ বলে সম্বোধন করছেন, কেউ বা বলছেন ‘একেবারে সিন্ড্রেলা’র মতো লাগছে। নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তার স্বামী তাহসান খানের খোঁজও করেছেন ছবিগুলোতে।

ছবি: রোজা আহমেদের ফেসবুক থেকে নেওয়া

উল্লেখ্য, চলতি বছর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজা আহমেদ। বিয়ের পর থেকেই এই দম্পতির ব্যক্তিগত জীবন, বিশেষ করে একসঙ্গে বিদেশ ভ্রমণের ছবি, নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে।

শুধু ব্যক্তিজীবন নয়, পেশাগতভাবেও রোজা আহমেদ একজন সফল নারী। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা সম্পন্ন করে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। বর্তমানে নিউইয়র্কের কুইন্স এলাকায় তার নিজস্ব প্রতিষ্ঠান ‘Rosa’s Bridal Makeover’ পরিচালনা করছেন, যা স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়তা পেয়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে।

ফ্যাশন, সৌন্দর্য ও উদ্যোক্তা হিসেবে নিজেকে বারবার প্রমাণ করে চলেছেন রোজা আহমেদ। এবার তার ‘বার্বি লুক’ নতুন করে তাকে তুলে ধরলো আলোচনার কেন্দ্রবিন্দুতে।

DR/SN
আরও পড়ুন