ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টঙ্গীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২৩, ০৬:৪৭ পিএম

রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর) : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সাদিকুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ শরীফ মার্কেট এলাকা এঘটনা ঘটে। সাদিকুলের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যবাগান গ্রামে। তার বাবার নাম হাসান আলী।

জানা গেছে, দুপুরের কয়েকজন নির্মাণ শ্রমিক মারকাযুল কুরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসার পোস্টার লাগাতে সাতাইশ শরীফ মার্কেট এলাকার ফিরোজ খানের ভবনে উঠে। ভবনের পশ্চিম পাশে ও উত্তর পাশের অংশর পোস্টার লাগাতে সক্ষম হলেও মাঝের অংশে পোস্টার লাগানোর সময় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়ে সাদিকুল। তার দেহ ঝলসে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, টঙ্গী পৌরসভা থেকে ৬ তলা ভবন নির্মাণের অনুমোদন নিয়ে আটতলা করেছে মালিক। এছাড়া ফায়ার সার্ভিসসহ কোন কোড মানা হয়নি ভবনটি নির্মাণে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ভবনটি পরিদর্শনে আমাদের টিম যাবে এবং আইন অমান্য হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

#বিডি/

আরও পড়ুন