ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ৮ দফা দাবিনামা উপস্থাপন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেল ৫টায় শহরের ম্যানগ্রোভ সভা ঘরে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ।
আপ বাংলাদেশ সাতক্ষীরা টিমের পক্ষ থেকে আহ্বায়ক আক্তারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাজী হাফিজা ও ঝুমা মরিয়াম, যুগ্ম সদস্য সচিব কাজী লায়লা আলি ও তামিম হোসেন উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন।
৮ দফা দাবি
১. শেখ হাসিনা ও তার দলের জুলাই বিরোধী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা।
২. শেখ হাসিনার সহযোগী ও তথাকথিত বিরোধী দলের নেতাদের বিচার নিশ্চিত করা।
৩. মাদকদ্রব্য চোরাচালান বন্ধে ইউনিয়নভিত্তিক ‘মাদক প্রতিরোধ কমিটি’ গঠন।
৪. রাজনৈতিক সহিংসতা ও দখলদারি বন্ধে ‘শান্তি ও ন্যায় ফোরাম-সাতক্ষীরা’ গঠন।
৫. প্রতিটি ইউনিয়নে দুর্নীতি রোধ ‘জন অভিযোগ কেন্দ্র ও প্রতিরোধ কমিটি’ চালু করা।
৬. সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালের সেবা উন্নয়ন ও ‘নাগরিক পর্যবেক্ষণ কমিটি’ গঠন।
৭. জলবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও অবৈধ মাছের ঘের নিয়ন্ত্রণ।
৮. সাতক্ষীরার জরাজীর্ণ সড়ক বিশেষ করে কালিগঞ্জ মহাসড়কের সংস্কার।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘সাতক্ষীরার মানুষের ন্যায়বিচার, সেবা, শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি।
