ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যা’র প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৪১ এএম

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা’র প্রতিবাদ ও বিচারের দাবিতে  মানববন্ধন করেছে মানিকগঞ্জের কর্মরত সংবাদকর্মীরা।

সোমবার (১১ আগস্ট)  সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের নিচে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাষ্ট্রের দ্বায়িত্ব হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আর সেখানে মাঝেমাঝেই সাংবাদিকরা নির্মম ভাবে হত্যা’র শিকার হচ্ছে। আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন গণমাধ্যমকর্মীর কণ্ঠরোধ নয়,এটা সমগ্র গণমাধ্যমের উপর এবং দেশের সাধারণ জনগোষ্ঠীর প্রতি হুমকি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তাদেরকে দ্রুত সময়ের ভিতর প্রচলিত আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডে দণ্ডিত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিপন আনসারী,  সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ আরো অনেকেই।

DR/SN
আরও পড়ুন