ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম

‎লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন কে  আটক করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা। 

রোববার (১০ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

এদিকে একই রাতে ওই ইউনিয়নের পালেরহাট সংলগ্ন দক্ষিণ হামছাদী গ্রামে অভিযান চালিয়ে মালয়েশিয়ান প্রবাসী নাঈম নামের এক যুবকের মৎস্য খামার থেকে  ইয়াবা, ৩ টি বিদেশি মদের বোতল ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

‎আটক ফরিদ উদ্দিন পালের হাট এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

‎লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। প্রথমে যুবদল নেতা ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি একনলা বন্দুক ও নগদ ১ লক্ষ ৫ হাজার টাকাসহ যুবদল নেতা ফরিদকে আটক করা হয়। 

পরে একই ইউনিয়নের দক্ষিণ হামছাদি গ্রামের একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মালয়েশিয়ান প্রবাসী নাঈমের মৎস্য খামারে অভিযান চালানো হয়। খামারের সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নাঈম ও তার অনুসারীরা। এসময় ওই খামার থেকে ইয়াবা, মদ, গাজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা এবং মনিটার উদ্ধার করা হয়।

DR/SN
আরও পড়ুন