ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যেমন হবে জাহান্নামীদের বিছানা ও পোশাক

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৪৯ এএম

জাহান্নামীদের বিছানা ও পোশাক হবে আগুনের এবং আলকাতরার। এটি কেবল তাদের শাস্তিই বৃদ্ধি করবে। আল্লাহ তায়ালা বলেন, এই দুইজন (মুমিন ও অবিশ্বাসী) দুই প্রতিপক্ষ যারা তাদের পালনকর্তার ব্যাপারে বিতর্ক করে। কিন্তু যারা কাফের, তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে; তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে উত্তপ্ত পানি। (সুরা হজ্জ ১৯)

সুরা ইবরাহীমে আল্লাহ তায়ালা বলেন, তাদের পোশাক হবে আগুন এবং আলকাতরা, যা তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। (সুরা ইবরাহীম ৫০)

এছাড়াও আলআ’রাফ সুরার ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জাহান্নামের আগুন হবে তাদের বিছানা এবং তাদের উপরেও থাকবে ভাঁজের উপর ভাঁজ করা আগুনের চাদর বা আচ্ছাদন। যারা জুলুম করে বা অবিচারক এই হবে তাদের জন্য আমার প্রতিদান।

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উন্মাতের মধ্যে জাহিলী যুগের চারটি কু-প্রথা রয়ে গেছে যা লোকেরা পরিত্যাগ করতে চাইবে না। (১) বংশের গৌরব, (২) অন্যকে বংশের খোটা দেয়া, (৩) নক্ষত্রের মাধ্যমে বৃষ্টির জন্য প্রার্থনা করা, (৪) মৃতের জন্য বিলাপ করে কান্নাকাটি করা। 

তিনি আরও বলেন, বিলাপকারী যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে কিয়ামতের দিন তাকে এভাবে উঠানো হবে যে, তার গায়ে আলকাতরার (চাদর) খসখসে চামড়ার ওড়না থাকবে। (সহিহ মুসলিম ৯৩৪)

SN
আরও পড়ুন