ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধানমন্ডি-৩২ ও বাংলামোটরে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৮:১৭ এএম

১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের রাসেল স্কয়ার ও বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১টার দিকে রূপায়ন টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে একাধিক ব্যক্তি এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার অরূপ তালুকদার।

অরূপ তালুকদার বলেন, আমরা ককটেল বিস্ফোরণের তথ্য পেয়েছি। রাত ১২টা নাগাদ ককটেলটি বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের টিম সেখানে আছে। 

এর আগে, ১৫ আগস্ট ঘিরে দিনভর উত্তেজনার মধ্যে রাত ১০টার দিকে ধানমণ্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারের বাস কাউন্টারগুলোর সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, রাত ১০টার দিকে রাসেল স্কয়ার মোড়ের পাশেই তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। 

AHA
আরও পড়ুন