দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা দীর্ঘদিন ধরে সম্পর্কের জল্পনার কেন্দ্রে রয়েছেন। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নতুন বাগদানের গুঞ্জন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
দুজনেই এ পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে অনুরাগীরা লক্ষ্য করেছেন, একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন তারা। বিজয় ও রাশমিকাও প্রকাশ্যে কখনো একসঙ্গে ধরা দেননি। তবু, বিজয়ের বাড়ির অন্দরমহল থেকে তুলা ছবি এবং রাশমিকার আঙুলে দেখা হিরের আংটির ছবি নেটিজেনদের কৌতূহলকে আরও তীব্র করেছে।

চলতি বছরের জুন মাসে রাশমিকা তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন একগুচ্ছ ছবি, যেখানে পরনে ছিল কাঁচা হলুদ ও গোলাপি শাড়ি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, এই জায়গা আর যেই নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়।’
এই সকল সূত্রে অনুরাগীরা অনুমান করছেন, সম্ভবত বাগদান সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই বিজয়-রাশমিকার বিয়ের খবর শোনার অপেক্ষা। তবে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা পাওয়া যায়নি।

দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় জুটি শিগগিরই তাদের সম্পর্কের গোপনীয়তা উন্মোচন করবেন কি না, সেটি এখন সময়ই বলে দেবে।
ভালুকের আক্রমণে আহত পাকিস্তানি গায়িকা
‘আমার মেয়ের কথা মনে পড়েছিল সে সময়’