ঢাকা বিশ্ববিদ্যালযয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৫ জন। এ নিয়ে কেন্দ্রীয় বিভিন্ন পদের জন্য মোট আবেদন জমা পড়েছে ৬৪টি।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন রোববার (১৭ আগস্ট) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৫ জন। ধীরে ধীরে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬৪ জন।
ডাকসু নির্বাচনে মোট প্রার্থীর মধ্যে ভিপি পদে ১৪ জন, জিএস পদে দুজন, এজিএস পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হল পর্যায়ে মনোনয়নপত্র জমা পড়েছে ১০৮টি।
