দীর্ঘদিন পর ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র-ছাত্রীদের আড্ডা, মিছিল, পোস্টারিং, মতবিনিময় সভা ও আলোচনায় এখন প্রধান বিষয় ডাকসু নির্বাচন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলো ইতোমধ্যেই অবস্থান শক্ত করতে শুরু করেছে। দলীয় প্রার্থীদের নিয়ে চলছে কর্মী-সমর্থকদের ব্যস্ততা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে।
শিক্ষার্থীদের একাংশ বলছেন, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, কেউ কেউ শঙ্কা প্রকাশ করে বলেছেন, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন না হলে এর গ্রহণযোগ্যতা নষ্ট হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তবে প্রার্থীরা এখন থেকেই হলগুলোতে মতবিনিময় সভা করছেন।
এদিকে, ক্যাম্পাসজুড়ে রাজনৈতিক সংগঠনগুলোর সক্রিয়তা বেড়ে যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ বিরতির পর ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে।
যুক্তরাষ্ট্রে ৬ হাজারের অধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়লো