ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকার, সন্ধান চায় পরিবার

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৭ পিএম

দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার।

জানা যায়, বিভুরঞ্জন সরকার গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন। এরপর থেকে আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

ছেলে ঋত সরকার জানায়, সকাল ১০টার দিকে তাঁর বাবা সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। পত্রিকার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি অফিসেও যাননি।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, আমরা খোঁজখবর নিচ্ছি। তবে তিনি মোবাইল ফোন বাসায় রেখে গেছেন। ফোনটি সঙ্গে থাকলে হয়তো খুঁজে পেতে সুবিধা হতো।    

MH/MMS
আরও পড়ুন