ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রীতির হ্যাটট্রিকে বড় জয় বাংলাদেশের

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আবারও দাপট দেখাল বাংলাদেশের কিশোরীরা। আজ বুধবার সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি, একটি গোল করেছেন থুইনুই মারমা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৭ মিনিট পর্যন্ত। থুইনুই মারমা ডিফেন্স ভেঙে একক প্রচেষ্টায় গোল করেন। অল্প কিছুক্ষণ পর মামনি চাকমার দারুণ থ্রু পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি।

তবে বিরতির আগে ব্যবধান কমিয়ে আনে নেপাল। দূরপাল্লার শটে ভূমিকা বুদাথোকির গোলেই প্রথমার্ধ শেষ হয় ২-১ স্কোরে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশের হাতে। ৭১তম মিনিটে কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান প্রীতি। কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি নামলেও ছন্দ হারায়নি মেয়েরা। খেলার ৮৬তম মিনিটে পুর্ণিমা মারমার ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

এই জয়ে গ্রুপ পর্বে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। আগের ম্যাচগুলোতে তারা ভুটানকে ৩-১ গোলে হারায় এবং নেপালকে আগেই ২-০ গোলে হারিয়েছিল। তবে ভারতের বিপক্ষে প্রথম দেখায় হেরে গেছে ০-২ গোলে। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে শুক্রবার ফিরতি ম্যাচে ভারতকে হারাতেই হবে।

আরও পড়ুন