নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা আদায় করা হয়েছে।
বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউনের এক কিলোমিটার এলাকায় প্রায় ১৫০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় পাঁচটি বসতবাড়ি থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং বন্দর জোন তিতাস গ্যাসের ম্যানেজার প্রকৌশলী জাহিন আমির খান। অভিযানে সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ছাড়াও থানা পুলিশ সহযোগিতা করেন।
