নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে অনেক আগেই। সবজির লাগামহীন দামের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যেই নতুন করে বাড়তে শুরু করেছে মুদি পণ্যের দামও। এক সপ্তাহের ব্যবধানে আটা, ময়দা ও ডালের দাম বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। এতে স্বল্প আয়ের মানুষ আরও বেশি চাপে পড়েছেন।
আটা-ময়দার দাম বৃদ্ধি
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খোলা আটার দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। দুই সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ৩৮–৪০ টাকায়, এখন তা ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে। মোড়কজাত (প্যাকেটজাত) আটার দামও বেড়েছে সমান হারে। আগে যেখানে দুই কেজির প্যাকেট পাওয়া যেত ৯০-৯৫ টাকায়, এখন সেটি বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়।
ময়দার দামেও একই প্রবণতা দেখা যাচ্ছে। প্রতি কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। বিক্রেতারা জানান, উৎপাদন খরচ ও সরবরাহ ব্যয়ের কারণে দাম বাড়ানো হয়েছে।
ডালের বাজারেও ঊর্ধ্বগতি
মসুর ডাল, মুগ ডাল ও ছোলার দাম বাড়ায় বিকল্প প্রোটিনের উৎস হিসেবেও ভরসা পাচ্ছে না মানুষ।
- ছোট দানার মসুর ডাল: প্রতি কেজি ১৫০-১৬০ টাকা (২০ টাকা বৃদ্ধি)
- মোটা দানার মসুর ডাল: প্রতি কেজি ১০৫ টাকা (৫ টাকা বৃদ্ধি)
- মুগডাল: কেজিতে ২৫ টাকা বৃদ্ধি
- ছোলা: প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি
- ডিম-মুরগি এখনো চড়া দামে
প্রোটিনের অন্যতম উৎস ডিম ও মুরগির দাম এখনো আগের অবস্থানেই রয়েছে, যা সাধারণ মানুষের জন্য আরেকটি বাড়তি বোঝা।
- ব্রয়লার মুরগি: প্রতি কেজি ১৭০-১৮০ টাকা
- সোনালি মুরগি: মানভেদে প্রতি কেজি ৩০০-৩২০ টাকা
- ফার্মের ডিম: প্রতি ডজন ১৪০-১৫০ টাকা
সবজির নাম দাম (প্রতি কেজি/পিস/হালি)
- গোল বেগুন- ১৪০-২০০ টাকা (মানভেদে)
- লম্বা বেগুন- ৮০-১০০ টাকা
- ঢেঁড়স, পটোল- ৮০-১০০ টাকা
- করলা, কাঁকরোল- ১০০-১২০ টাকা
- গাজর, বরবটি- ১০০-১৪০ টাকা
- শসা, ঝিঙা, ধুন্দল- ৮০-১০০ টাকা
- চিচিঙা- ৮০ টাকা
- টমেটো- ১৬০-১৮০ টাকা
- নতুন শিম- ২২০-২৪০ টাকা
- কাঁচা মরিচ- ১৬০-২০০ টাকা
- পেঁপে- ৪০ টাকা
- চালকুমড়া (প্রতি পিস)- ৭০-৮০ টাকা
- লম্বা লাউ (প্রতি পিস)- ৮০-৯০ টাকা
- কাঁচকলার হালি- ৪০-৫০ টাকা
চাহিদা বাড়লেও নিয়ন্ত্রণ নেই বাজারে
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের কারসাজি, পরিবহন ব্যয় ও সরবরাহ ব্যবস্থায় অসঙ্গতি থাকায় বাজারে এ অস্থিরতা চলছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং ও বাজার ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো।
আমদানি-রপ্তানিকারকদের ক্ষতিগ্রস্ত করা যাবে না: এনবিআর চেয়ারম্যান
ফের বাড়লো সোনার দাম
জুলাইয়ে বৈদেশিক ঋণ পরিশোধ ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার