পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির একের পর এক সাফল্যে ভাসছেন। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যেও মুগ্ধ করছেন ভক্তদের। সদ্যই আইএমডিবি প্রকাশিত ২০২৫ সালের বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় ৩য় স্থান অর্জন করে দেশবাসীর গর্বের কারণ হয়ে উঠেছেন এই ললিউড তারকা।
এই খবরে যখন হানিয়াকে নিয়ে নেট দুনিয়ায় চলছে প্রশংসার ঝড়, তখন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গ্ল্যামারাস লুকের তিনটি ছবি পোস্ট করে আলোচনায় আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
ছবিগুলোতে হানিয়াকে দেখা গেছে ঝলমলে গাঢ় মেরুন শেডের লং গাউন পরে, যা কাঁধে প্যাড স্টাইল ডিজাইন ও দারুণ ফিটিংসের কারণে এনেছে এক ভিন্ন আভিজাত্য। খোলা হালকা কার্ল চুল, উজ্জ্বল মেকআপ এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী স্টাইলিশ পোজ-সব মিলিয়ে এক নজরকাড়া উপস্থিতি।

ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে ইতোমধ্যেই লাখেরও বেশি লাইক এবং হাজার হাজার মন্তব্য জমা পড়েছে, যেখানে ভক্তরা হানিয়ার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসায় ভাসিয়েছেন।
উল্লেখ্য, বলিউডে ‘সর্দারজি থ্রি’ ছবির মাধ্যমে সম্প্রতি অভিষেক ঘটেছে হানিয়ার। পাকিস্তানের টিভি নাটক ও চলচ্চিত্রে তার সাবলীল অভিনয় বহু আগেই তাকে এনে দিয়েছে কোটি ভক্তের ভালোবাসা। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৮০ লাখ।
গ্ল্যামার, প্রতিভা ও ব্যক্তিত্ব- এই তিনের মেলবন্ধনে হানিয়া আমির হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার উদীয়মান স্টাইল আইকন।
চরিত্রের জন্য মাথা ন্যাড়া করলেন অভিনেত্রী
যে শর্তে বিয়ে করবেন সুস্মিতা সেন