এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে হারের পর আজ ভারতের রাজগির হকি স্টেডিয়ামে ৮-৩ ব্যবধানে চায়নিজ তাইপেকে হারিয়ে গোলের উৎসব করল জিমি বাহিনী।
বাংলাদেশের পক্ষে তিনজন খেলোয়াড় করেছেন জোড়া গোল। ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ ও রাকিবুল হাসানের পাশাপাশি পেনাল্টি কর্নার থেকে দুটি গোল করেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল করেছেন সোহানুর রহমান ও অধিনায়ক রেজাউল করিম।
ম্যাচের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। চতুর্থ মিনিটে আব্দুল্লাহর গোলে লিড নেয় বাংলাদেশ, তবে দ্রুতই সমতায় ফেরে তাইপে। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ, তবে ২৬ মিনিটে আব্দুল্লাহ সমতা ফেরালে খেলা জমে ওঠে।
গুরুত্বপূর্ণ তৃতীয় কোয়ার্টারেই ভিন্ন চেহারা দেখা যায়। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলে লাল-সবুজের দল। ৩৬ মিনিটে সোহানুরের গোলে এগিয়ে যাওয়ার পর মাত্র কয়েক মিনিটে রাকিবুলের জোড়া গোল এবং আশরাফুলের গোলেই স্কোরলাইন দাঁড়ায় ৬-২।
শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুটি গোল যোগ করে। অধিনায়ক রেজাউল ও আশরাফুল গোল করলে ব্যবধান দাঁড়ায় ৮-২। শেষ মুহূর্তে তাইপে একটি গোল শোধ করলেও জয়ের ব্যবধান যথেষ্ট বড়ই ছিল বাংলাদেশের পক্ষে।
এই জয় বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে টিকিয়ে রাখল। আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন দল। আর শীর্ষ ছয়ের অন্য দলগুলো খেলবে ফেব্রুয়ারির বাছাইপর্বে।
চায়নিজ তাইপের বিপক্ষে এটি বাংলাদেশের আরেকটি বড় জয়। এর আগে ২০১৩ সালে ১১-৩ এবং ২০১৬ সালে ৪-২ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল লাল-সবুজেরা।
আগামী ১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া, যারা বর্তমান চ্যাম্পিয়ন।
