ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:২৯ এএম

আজ রোববার (৩১ আগস্ট) সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আরও একটি হালনাগাদ তালিকা প্রকাশের পরিকল্পনাও রয়েছে কমিশনের।

রোববার (৩১ আগস্ট) ইসি কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেন। 

ইসি সূত্রে জানা গেছে, সম্পূরক খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার। একই সঙ্গে তালিকা থেকে মৃত ভোটার হিসেবে কর্তন করা হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জনের নাম।

ইসি সচিব মো. আখতার আহমেদ জানান, এ হালনাগাদ তালিকায় দেশের প্রকৃত ভোটার সংখ্যা আরও নির্ভুল ও আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে।

সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

LH/SN
আরও পড়ুন