ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এসসিও সম্মেলনে যোগ দিতে চীন পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:১৩ পিএম

২৫তম সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে অংশ নিতে রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিনে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর আমন্ত্রণে তিনি এ সফরে অংশ নিচ্ছেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চপর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দল। 

সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসসিও সম্মেলনে ভাষণ দেবেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে পার্শ্ব আলোচনা করবেন। এ ছাড়াও ইরানসহ এসসিও সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি দিকনির্দেশনা প্রদান করবেন।

তেহরান ত্যাগের আগে পেজেশকিয়ান বলেন, এই সফরের মূল লক্ষ্য হলো এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা।

তিনি আরও বলেন, এসসিও সম্মেলন বহুপাক্ষিকতা প্রসার এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এবারের এসসিও সম্মেলন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনে অনুষ্ঠিত সাম্প্রতিক দ্বিপাক্ষিক বৈঠকে সীমান্ত পরিস্থিতি, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা হয়েছে, তার আলোকেই এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এবারের সম্মেলনে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নিচ্ছেন। ইরানের প্রেসিডেন্টের উপস্থিতি দেশটির বহুপাক্ষিক কূটনীতি এবং গ্লোবাল সাউথের প্রেক্ষাপটে আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর: ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।

DR/FJ
আরও পড়ুন