ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুন্সীগঞ্জে মদপানে ৪ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মদ খেয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয় এবং জানাজা সম্পন্ন হয়। 

মৃত ব্যক্তিরা হলেন- কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন— রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েছি তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজন মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, এমন ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি।

AHA
আরও পড়ুন