বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন দিন খুব কমই এসেছে, যখন আর্জেন্টিনা ও ব্রাজিল-দুই বিশ্বচ্যাম্পিয়ন দল একই দিনে হারে মাঠ ছাড়ে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিনটিতে এমনই বিরল দৃশ্যের সাক্ষী হলো ফুটবলবিশ্ব।
গুয়াইয়াকিলের মাঠে ইকুয়েডরের কাছে ০-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই মাঠে নামা স্কালোনির দল শুরু থেকেই ছন্দহীন ছিল। ৩১ মিনিটে ওতামেন্দির লাল কার্ড আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বিতর্কিত পেনাল্টিতে এনার ভ্যালেন্সিয়ার গোল-এই দুই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি আলবিসেলেস্তেরা।
পুরো ম্যাচে একটিও অন-টার্গেট শট নিতে না পারা আর্জেন্টিনার আক্রমণভাগ ছিল বিবর্ণ। স্কালোনির একাদশে ছিল পাঁচটি পরিবর্তন, যার মধ্যে মাস্তানতুয়োনোকে মেসির ১০ নম্বর জার্সিতে দেখা গেলেও মাঝমাঠে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পারেননি।
এই হারে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারে আর্জেন্টিনা। তবে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তারা এখনো দক্ষিণ আমেরিকার শীর্ষ দল এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উঁচুতে বলিভিয়ার এল আল্তো স্টেডিয়াম-বিশ্ব ফুটবলের অন্যতম কঠিন মাঠ। সেই মাঠেই বলিভিয়ার কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল। প্রথমার্ধে বলিভিয়ার পেনাল্টি থেকে করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ভিএআরের সাহায্যে নেওয়া সিদ্ধান্তে পেনাল্টি পায় স্বাগতিকরা, যেটি থেকে গোল করেন মিগুয়েল তেরকোরেস। ব্রাজিল দ্বিতীয়ার্ধে চাপ তৈরি করলেও বলিভিয়ার রক্ষণভাগ ছিল অত্যন্ত সংগঠিত।
এই হারে ব্রাজিল শেষ করেছে পঞ্চম স্থানে (২৮ পয়েন্ট)। অন্যদিকে বলিভিয়া উঠে এসেছে সপ্তম স্থানে (২০ পয়েন্ট), এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।
