ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নড়াইলে আট মাসে হাইওয়ে পুলিশের ৩৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

ঢাকা-পদ্মা সেতু-ভাঙ্গা-মধুমতি চালুর পর যশোরের বেনাপোল পর্যন্তু সড়কটিতে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে কয়েকগুন। কিন্তু আগের মতোই সরু থাকায় সড়কটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

দুর্ঘটনা রোধে চালকদের সচেতনতা বৃদ্ধি ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশ।

সরেজমিনে হাইওয়ে পুলিশের চেকপোস্টে গিয়ে দেখা গেছে, বিভিন্ন যানবাহন থামিয়ে প্রতিটি গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র পরীক্ষা করছেন তারা। এ সময় নিরাপদ গতিতে গাড়ি চালানো ও হেলমেট ব্যবহারসহ সচেতনতামূলক বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে।

হাইওয়ে পুলিশের এ ধরনের নিয়মিত কার্যক্রমে যেমন বাড়ছে চালকদের সচেতনতা, তেমনি কমছে অবৈধ যানবাহনের সংখ্যা। নড়াইলের মহাসড়কে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রতিনিয়ত কাজ করছে হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু চালু হয়। পরদিন ২৬ জুন সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ওই বছরের ১০ অক্টোবর কালনা ঘাটে মধুমতি সেতু চালুর পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে থাকে।

ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু সড়ক প্রশস্ত করা হলেও ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্তু ১২৯ কিলোমিটার সড়ক প্রশস্ত না করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, চলতি বছরে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্তু ৯৮১টি অবৈধ যানবাহনের নামে মামলা হয়েছে। এ সময় ৩৫ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে জানুয়ারি মাসে ১৩০ মামলায় ৪ লাখ ৩৩ হাজার টাকা, ফেব্রুয়ারিতে ১৩৪ মামলায় ৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা, মার্চ মাসে ৮৪ মামলায় ৩ লাখ ১৩ হাজার টাকা। এপ্রিল মাসে ১২৮ মামলায় ৪ লাখ ৩৩ হাজার টাকা, মে মাসে ১১২ মামলায় ৩ লাখ ৯৬ হাজার টাকা, জুন মাসে ১২১ মামলায় ৪ লাখ ৯৮ হাজার টাকা, জুলাই মাসে ১২০ মামলায় ৪ লাখ ৭৬ হাজার টাকা ও সবশেষ আগস্ট মাসে ১৫২ মামলায় ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, আমরা মূলত চালকদের ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করছি। একই সঙ্গে অবৈধ যানবাহন, লাইসেন্সবিহীন চালক ও কাগজপত্রবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

NJ
আরও পড়ুন