ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাদুল্লাপুরে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নামাপাড়া (কলেজের দক্ষিণে) এলাকার আবু সাঈদ মিয়া নামের এক ব্যক্তির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকালে পুকুরের পানিতে অপরিচিত বিবস্ত্র এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

NJ
আরও পড়ুন