এশিয়া কাপে আজ বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচের সবচেয়ে বড় আলোচনার নাম লিটন দাস। শুধু ফর্মে থাকার কারণেই নয়, সামনে আছে বিশেষ এক রেকর্ড। মাত্র ৫৬ রান দূরে আছেন তিনি সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক হওয়ার। বর্তমানে লিটনের রান ২৪৯৬, সাকিবের ২৫৫১।
লিটনের জন্য শ্রীলঙ্কার বিপক্ষেই নতুন করে আলো ছড়ানোর স্মৃতি আছে। টানা ব্যর্থতা আর প্রশ্নবিদ্ধ ফর্মের পর লঙ্কানদের মাঠেই খেলেছিলেন ৫০ বলে ৭৬ রানের ইনিংস, যা ভাঙে দলের ছয় ম্যাচের হার। সেই ইনিংস যেন ফিরিয়ে দেয় তার আত্মবিশ্বাস। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে ভর করে তিনি এখন বাংলাদেশের ব্যাটিংয়ের আসল ভরসা।
২০২৫ সালেই তার রান ৪৭৬, স্ট্রাইক রেট ১৩৬.১৭। শেষ চার ইনিংসে প্রতিবারই তিনি অর্ধশতক পেরিয়েছেন। হংকংয়ের বিপক্ষে ৩৯ বলে ৫৯ রানের ম্যাচ ঘুরিয়ে দেওয়া ইনিংসই প্রমাণ করেছে, লিটন এখন ছন্দে আছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ তাই লিটনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। এই প্রতিপক্ষই তাকে ফিরিয়ে এনেছিল ছন্দে, আবার তাদের বিরুদ্ধেই আজ দাঁড়িয়ে আছেন রেকর্ডের দোরগোড়ায়। রেকর্ড ভাঙুন বা না ভাঙুন, বাংলাদেশ দলের জয়ের সমীকরণে সবচেয়ে বড় ভরসা হয়ে থাকবেন লিটন দাসই!
