ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আলমগীরের নামে ভুয়া ফ্যান পেজ, সতর্ক করলেন মেয়ে আঁখি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীরের নামে ফেসবুকে পরিচালিত ভুয়া পেজ ও আইডি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার কন্যা, জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'নায়ক আলমগীর ফ্যানস ক্লাব' নামক একটি পেজ সম্পর্কে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন তিনি।

বর্তমানে ওই পেজটির অনুসারীর সংখ্যা ৬ লাখ ৫০ হাজারের বেশি হলেও, এর সঙ্গে আলমগীর বা তার পরিবারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন আঁখি। তিনি বলেন, আপনারা কারা এই ফ্যান ক্লাব চালান জানি না, তবে যার নাম ব্যবহার করছেন, তার গুরুত্ব বুঝে পোস্ট করুন।

আঁখি আলমগীরের ফেসবুক থেকে নেওয়া

আঁখি আলমগীর আরও অনুরোধ জানিয়েছেন, ওই পেজটি এবং এর মতো অন্যান্য ভুয়া আইডি ও পেজ যেন সবাই রিপোর্ট করে বন্ধ করে দেন। তিনি বলেন, অনেক শিল্পী নিজস্ব ফ্যান পেজের অ্যাডমিনদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এমনটি হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি আরও বলেন, আলমগীর সাহেবের নাম ও ছবি ব্যবহার করে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করুন। সঠিক না হলে প্রকাশ করা উচিত নয়। এতে শুধু নায়কের নয়, সংশ্লিষ্ট সবার সম্মানহানি হয় এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

আঁখির এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং ভক্ত ও অনলাইনে সক্রিয় পেজগুলোকে সচেতন করেছে। বর্তমান ডিজিটাল যুগে ভুয়া পেজ ও তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

DR/SN
আরও পড়ুন