এবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে হ্যান্ডবল ম্যাচ। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রিম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। এরপর ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। এই পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে অংশ নেবে চারটি স্কুল।
প্রতিযোগিতায় বালক ও বালিকা দুই বিভাগে অংশ নেবে ২৬টি স্কুল। এর মধ্যে প্লেট পর্বের বালক বিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। এগুলো হলো: ক গ্রুপে-মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল।
খ গ্রুপে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নৌ বাহিনী কলেজ ঢাকা। গ গ্রুপে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়,, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল। ঘ গ্রুপে অংশ নেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগে ক গ্রুপে খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)। খ গ্রুপে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ ঢাকা। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর।
কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয়। স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্কুল হ্যান্ডবল উপলক্ষে আজসোমবার ফেডারেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জনাব আবদুল্লাহ আল মামুন সহ-অন্যরা।
