আবুধাবিতে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে ৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট দাঁড়াল ৪, যা সুপার ফোরে খেলার আশা টিকিয়ে রেখেছে।
আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৫৪ রান। জবাবে আফগানিস্তান থামে ১৪৬ রানে। শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের চাপে পড়ে ম্যাচ হাতছাড়া করে আফগানরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন তানজিদ তামিম। মাত্র ৩১ বলে ৫২ রানের ইনিংসে চার মারেন ৪টি, ছক্কা ৩টি। সঙ্গী সাইফ হাসান ছিলেন কিছুটা ধীর গতির, করেন ২৮ বলে ৩০ রান।
মিডল অর্ডারে হৃদয়, লিটন, শামীমরা ইনিংস বড় করতে ব্যর্থ হন। শেষ দিকে নুরুল হাসান ও জাকের আলী কিছু রান যোগ করলেও ১৫৪ রানের বেশি যায়নি বাংলাদেশের সংগ্রহ। প্রথম ১০ ওভারে ৮৭ রান আসলেও শেষ ১০ ওভারে আসে মাত্র ৬৭।
আফগানিস্তানের ইনিংসে শুরুতেই আঘাত হানেন নাসুম আহমেদ। প্রথম ওভারেই উইকেট মেডেন করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। রিশাদ হোসেনও কার্যকর ভূমিকা রাখেন।
তবে গুরবাজ, ওমরজাই ও রশিদ খান ব্যাট হাতে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। রশিদ যখন মাত্র ১১ বলে ২০ রান করেন, তখন ম্যাচ আবার আফগানদের দিকে হেলে পড়ে। তবে শেষ পর্যন্ত মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে গ্রুপ পর্বে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট সমান ৪ করে। তবে নেট রান রেটের হিসেবে শ্রীলঙ্কা এগিয়ে থাকায় বাংলাদেশ আপাতত দুইয়ে। বাংলাদেশের নেট রান রেট –০.২৭০, শ্রীলঙ্কার +১.৫৪৬।
আগামীকাল শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায়, তবে নিশ্চিতভাবেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলে হিসাব যাবে নেট রান রেটের দিকে, যেখানে বাংলাদেশের অবস্থান দুর্বল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (তানজিদ ৫২, সাইফ ৩০, হৃদয় ২৬, জাকের ১২*, নুরুল ১২*, শামীম ১১; নুর ২/২৩, রশিদ ২/২৬)।
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (গুরবাজ ৩৫, ওমরজাই ৩০, রশিদ ২০, নাইব ১৬; মুস্তাফিজ ৩/২৮, নাসুম ২/১১, রশিদ ২/১৮, তাসকিন ২/৩৪)।
ফল: ৮ রানে জয়ী বাংলাদেশ।
ম্যাচসেরা: নাসুম আহমেদ।
