ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইফোন ১৭ কিনতে তুমুল ভিড়, ক্রেতাদের মারামারি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ পিএম

নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে ভারতের মুম্বাইয়ে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বান্দা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরে বিপুল সংখ্যক ক্রেতা ভিড় জমালে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের। এমনকি ভিড়ের মধ্যে বেশ কয়েকজনকে মারামারিতেও জড়াতে দেখা গেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের মধ্যেই কয়েকজন একে অপরকে ধাক্কাধাক্কি ও আঘাত করছেন। নিরাপত্তার ঘাটতির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

আইফোন ১৭ কিনতে আহমেদাবাদ থেকে আসা মোহন যাদব জানান, তিনি ভোর ৫টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অনেকেই নিয়ম ভেঙে সামনে চলে আসায় বিশৃঙ্খলা তৈরি হয়। তার অভিযোগ, নিরাপত্তাকর্মীদের দায়িত্বহীনতার কারণেই পেছনের ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

শুধু মুম্বাই নয়, নয়াদিল্লির সাকেতের সিলেক্ট সিটিওয়াক মলেও একই দৃশ্য দেখা গেছে। সেখানে নতুন আইফোন কিনতে ক্রেতারা রাতভর অপেক্ষা করেছেন। সকাল গড়াতেই কয়েক হাজার মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে মল খোলার অপেক্ষায় ছিলেন।

বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও ভিড় হলেও মুম্বাই ও দিল্লির মতো বিশৃঙ্খলা হয়নি।

উল্লেখ্য, চলতি মাসেই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের সর্বশেষ আইফোন ১৭ সিরিজ বাজারে এনেছে। চারটি মডেলের মধ্যে রয়েছে- আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। ভারতে এসব মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮২ হাজার ৯০০ রুপি থেকে ২ লাখ ৩০ হাজার রুপি পর্যন্ত।

NB/AHA
আরও পড়ুন