বান্দরবানে শুরু হয়েছে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুত্রুবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এ সময় সদর জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুমুদুল হাসান, বান্দরবান নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এমএম ইয়াসিন আজিজ, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাবেদ রেজা ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি শামীম আরা রিনি বলেন, বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।
তিনি আরো বলেন, আমি বান্দরবান সেনা রিজিয়ন, জোন সদর ও সম্মিলিত ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই এ মহৎ আয়োজনের জন্য। আশা করি, সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, মাদক ও কুসংস্কার থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় এগিয়ে দেবে। জয়-পরাজয় খেলাধুলার অংশ হলেও সবচেয়ে বড় জয় হলো ন্যায্য খেলা ও স্পোর্টসম্যানশিপ বজায় রাখা।
এদিন রোয়াংছড়ি উপজেলা বনাম রুমা উপজেলার খেলা অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে বান্দরবানেরর সাত উপজেলার ৮টি দল অংশগ্রহণ করে।
দেশে প্রথম আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন