ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ : আমান উল্লাহ আমান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ এএম

ডাকসু’র সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘জনগণ পিআর পদ্ধতি চায় না। তারা চলমান পদ্ধতিতে ভোট দিতে চায়। হাজার হাজার ছাত্রজনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করবে।’

শুক্রবার (১৯ সেপ্টম্বর) সাভারের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেঁতুলঝোড়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগীতার চুড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি এ সময় আরো বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম অর্ধে এ দেশে পিআর পদ্ধতি নয় চলমান পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। যারা পিআর পদ্ধতির দাবি তুলছেন, মাঠ গরম করতে চান তারা ভুল করছেন। কারণ বর্তমান সরকার অনেক সময় নিয়েছেন তারা আর সময় বেশী নিবেন না। আপনাদের দাবি থাকলে নির্বাচনের পর সংসদে গিয়ে প্রস্তাব করে পাশ করে নেবেন।’

ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার, তেঁতুলজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ, তেঁতুলঝোড়া ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক রুবেল পাশা, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবকদল তেঁতুলঝোড়া ইউপি সভাপতি ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ফাইনাল খেলায় নগরচর শান্তি সংঘ ও হারাননগন স্পোটিং ক্লাবে মধ্যে অনুষ্ঠিত হলেহারাননগন স্পোটিং ক্লাবে চ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন