ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শুভ মহালয়া আজ 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম

মহালয়ার সকালে সূচনা হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে মন্দিরে মন্দিরে চলছে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা। শরতের শুভ্র এই সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়েই সূচনা হয়েছে দেবীপক্ষের।

পুরাণ মতে, মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। চণ্ডীপাঠে রয়েছে দেবীর সৃষ্টি ও অসুর বধের বিশদ বিবরণ। মহালয়া শুধু পূজার একটি আনুষ্ঠানিক সূচনাই নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি আধ্যাত্মিক উপলক্ষও। এই দিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। 

আজকের দিনটি সনাতন ধর্মীয় বিশ্বাসে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার দিনও। সকালে ভক্তরা জলাধারে দাঁড়িয়ে তর্পণ করেন, যা পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় করা হয়। এরপর শুরু হয় মহালয়ার বিশেষ পূজা ও দেবীর চক্ষুদান। বিশ্বাস করা হয়, আজকের দিনে দেবী দুর্গা তার মর্ত্যে আগমনের বার্তা দেন।

ভোর থেকেই রাজধানীসহ দেশের নানা জায়গায় মন্দিরে ভিড় করেন ভক্তরা। ঢাক-উলুধ্বনি আর চণ্ডীপাঠে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অনেকে পরিবার-পরিজন নিয়ে মন্দিরে আসেন দেবীকে আহ্বান জানাতে। ভক্তরা জানান, মায়ের আগমনের আনন্দ তাদের হৃদয় জুড়ে ছড়িয়ে পড়েছে। সবাই প্রত্যাশা করছেন, এবারের পূজা হোক নির্বিঘ্ন ও শান্তিময়।

ভক্তরা বলছেন, মহালয়ার দিন শুধু ধর্মীয় অনুভূতির বিষয় নয়, এটি আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এই দিনে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় দুর্গাপূজার প্রস্তুতির শেষ সময় চলছে। প্রতিমাগুলোতে চলছে চক্ষুদান, সাজসজ্জা, রঙ-তুলির শেষ ছোঁয়া।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের।

AHA
আরও পড়ুন