ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আজ (২১ সেপ্টেম্বর) রোববার স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। আজ বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন।
গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির জন্য ইসরায়েল রাজি না হয় তাহলে দ্বি-রাষ্ট্র সমাধানের পথেই হাঁটবে যুক্তরাজ্য। এবার সেই ঘোষণা অনুযায়ী ব্রিটেন আজ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে। খবর বিবিসি
ব্রিটেনের এ ধরনের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে ইসরায়েল সরকার, জিম্মিদের পরিবার ও কিছু রক্ষণশীল গোষ্ঠী। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ‘সন্ত্রাসীদের পুরস্কৃত করা’।
গাজায় ইসরায়েলের স্থল অভিযানকে জাতিসংঘের কর্মকর্তারা বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন। এর ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। যদিও তেল আবিব একে বিকৃত এবং মিথ্যা বলে জানিয়েছে।
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহম্মদ আব্বাস যুক্তরাজ্যের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে।
জাতিসংঘে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ভিডিও কনফারেন্সে ভাষণদানের অনুমোদন