ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে: প্রধান উপদেষ্টা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ এএম

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে আলোচনায় এ কথা জানান তিনি।

এর আগে, স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছান ড. ইউনূস। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয়জন উপদেষ্টা, পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপি’র কয়েকজন নেতা।

সফরের অগ্রবর্তী দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যিনি দু’দিন আগেই নিউইয়র্কে পৌঁছেছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে সাংবাদিকদের তিনি জানান, ‘অন্তর্বর্তী সরকার তার বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরবে।’

পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি সরকারের পরিকল্পনা, এজেন্ডা ও নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত তুলে ধরবেন। পরদিন, ২৭ সেপ্টেম্বর, নিউইয়র্কে অভিবাসী বাংলাদেশিদের এক সমাবেশে বক্তৃতা দেবেন তিনি।

এছাড়া অধিবেশনের সাইডলাইনে তার জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

DR/AHA
আরও পড়ুন