নিউজিল্যান্ড থেকে ব্যাপকহারে নাগরিক চলে যাওয়ায় দক্ষ কর্মী সংকটে পড়েছে দেশটি। এই সংকট মোকাবিলায় বিদেশিদের জন্য স্থায়ীভাবে বসবাসের নিয়ম সহজ করছে নিউজিল্যান্ড সরকার। ২০২৬ সালের মাঝামাঝি থেকে চালু হতে যাচ্ছে দুটি নতুন অভিবাসন নিয়ম- একটি দক্ষ পেশাজীবীদের জন্য, অপরটি কারিগরি পেশার কর্মীদের জন্য।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী নিকোলা উইলিস এ বিষয়ে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বারবার জানাচ্ছে, তারা যোগ্য ও দক্ষ বিদেশি কর্মী পাচ্ছে না। অথচ আমাদের অর্থনীতিতে তাদের প্রয়োজনীয়তা খুব বেশি। এখনকার নিয়মে বসবাসের অনুমোদন পাওয়া কঠিন হয়ে গেছে।
নতুন দুই অভিবাসন নিয়ম-
দক্ষ পেশাজীবীদের জন্য নিয়ম
এই নিয়মে আবেদনকারীদের নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে-
কাজের অভিজ্ঞতা: প্রাসঙ্গিক ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে ২ বছর নিউজিল্যান্ডে হতে হবে।
বেতন: নিউজিল্যান্ডে কাজ করার সময় দেশটির গড় বেতনের চেয়ে ১.১ গুণ বেশি বেতন পেতে হবে।

কারিগরি পেশাজীবীদের জন্য নিয়ম
এটি মূলত টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারসহ হাতে-কলমে দক্ষ পেশাজীবীদের জন্য। শর্তগুলো-
যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্তত লেভেল ৪ সার্টিফিকেটসহ ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ১৮ মাস হতে হবে নিউজিল্যান্ডে।
বেতন: গড় জাতীয় বেতনের সমান বা তার বেশি বেতন হতে হবে।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, এই নতুন নিয়মগুলো ইতোমধ্যে যেসব অভিজ্ঞ কর্মী আমাদের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ডিগ্রির বাইরেও বাস্তবমুখী দক্ষতা এখন সমান গুরুত্বপূর্ণ—এই নিয়ম সেই দক্ষতার স্বীকৃতি দেবে।
নিউজিল্যান্ড ছাড়ছেন হাজারো নাগরিক
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত নিউজিল্যান্ড ছেড়েছেন প্রায় ৭৩ হাজার ৪০০ জন, আর ফিরে এসেছেন মাত্র ২৫ হাজার ৮০০ জন। এই বিপুল সংখ্যক নাগরিক দেশ ছাড়ায় শ্রমবাজারে তৈরি হয়েছে শূন্যতা। সূত্র: দ্য গার্ডিয়ান
নরওয়ের ভিসা পেতে যা করণীয়
যে দেশে মশা নেই !