দেশজুড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে মামলাভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ৬৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত আরও ৫১১ জন।
অভিযানকালে একটি ধারালো চাকু, একটি একনলা বন্দুক, দুটি হাসু দা, একটি ছোট ছুরি, দুটি গুলতি, ৩০টি সিসার অংশ, একটি পুরাতন রিভলবার, গান পাউডার, দুটি প্লাস্টিকের বাক্স ও দুটি ককটেলসহ বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : ধর্ম উপদেষ্টা