ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেষ হলো গকসু নির্বাচনের প্রচারণা, ভোট ২৫ সেপ্টেম্বর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম

দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। শেষ মুহূর্তে নানা ব্যতিক্রমী উপায়ে ক্যাম্পাসজুড়ে চলছে প্রচারণা।

আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে হবে ভোট।

শেষ সময়ের প্রস্তুতি হিসেবে প্রার্থীরা বিভিন্ন অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন। বিভাগে বিভাগেও চলছে গণসংযোগ। গান গেয়ে এবং ব্যতিক্রমী প্রচারপত্রের মাধ্যমে সমর্থন আদায়। ভোটাররাও উচ্ছ্বসিতভাবে গ্রহণ করছেন প্রার্থীদের।

এ নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকবে নিরাপত্তা বাহিনীর ৩৫০ জন সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোটকেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা, বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবে শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

শেষ সময়ের পরিস্থিতির ব্যাপারে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নাসিম জানান, নির্বাচনের কারণে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজমান। শেষ সময়ে আমরা ভোটারদের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। ফলে আমরা আশাবাদী দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।

একমাত্র নারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী (জিএস) আফসানা মিমি বলেন, আমি প্রার্থী হিসেবে চাই ছেলে-মেয়ে সবাই যেন সুন্দরভাবে এসে ভোট দিতে পারে এটার নিশ্চয়তা।

সহ-সাহিত্য সংস্কৃতি পদপ্রার্থী লিশা চাকমা বলেন, আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন। যেখানে যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ভালো ফলাফল পাবো বলে আশা করছি। আর নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল বাকির বলেন, সবাই মিলে একটা সুন্দর নির্বাচন সম্পন্ন করতে পারব বলে আশা করছি। যেহেতু প্রশাসন নিরাপত্তার বিষয়ে কনসার্ন, সেহেতু আমরাও আশাবাদী ভালো কিছুই হবে।

সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র ড. ফুয়াদ হোসেন জানান, তফসিল অনুযায়ী নির্বাচনের মোট ১৩টি ধাপের মধ্যে ১১টি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের ধাপ বাকি। ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‍্যাব, আনসারের ৩৫০ জন সদস্য মোতায়েন থাকবে বিশ্ববিদ্যালয় এলাকায়। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। এছাড়া গঠন করা হবে কুইক রেসপন্স টিম।

HN
আরও পড়ুন