নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে আনিসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আনিসা ওই গ্রামের সেকেন সরদারের মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ সকালে শিশু আনিসা বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। সবার অগোচরে খেলার সময় শিশু আনিসা বাড়ির পাশে থাকা ছোট ডোবার পানিতে পড়ে যায়।
এদিকে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় বাজারের তাকে পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
নবীনগরে পৃথক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু