এশিয়া কাপের সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনালে’ দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা, চাপে পড়ে গেছে পাকিস্তান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। ইনিংসের প্রথম ওভারেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ।
ওভারের তৃতীয় বলে চার হজম করলেও, চতুর্থ বলেই শাহিবজাদা ফারহানকে পয়েন্টে দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনের হাতে ক্যাচ করিয়ে ফেরান এই পেসার।
এরপর দ্বিতীয় ওভারেই আসে আরও একটি ব্রেকথ্রু। বল হাতে আসেন স্পিনার শেখ মেহেদী হাসান। তিনি নিজের ওভারের তৃতীয় বলে কোনো রান না করা সাইম আইয়ুবকে ফিরিয়ে দেন সাজঘরে।
মাত্র দুই ওভারেই পাকিস্তানের দুই ওপেনারকে ফেরত পাঠিয়ে ম্যাচের শুরুতেই দারুণ চাপে ফেলেছে বাংলাদেশ।
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ