ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পানিতে ডুবে দাদি-নাতির মৃত্যু, আরেক নাতি নিখোঁজ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম

ফরিদপুরের সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের কুমার নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দাদি দাদি-নাতির মৃত্যু হয়েছে। এ সময় অপর আরেক নাতি নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইউনিয়নের পশ্চিম ভাসানচর চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন, ওই এলাকার দীরাজ উদ্দিন মাতুব্বরের স্ত্রী কমলা বেগম (৭০), তার ছেলে তোতা মৃধার ছেলে তফিজ (১২), আরেক ছেলে শরিফ উদ্দিন মৃধার ছেলে সোয়াদ (১১)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে দিরাজ মাতব্বরের ডাঙ্গীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে দাদি কোমলা বেগম (৭০) দুই নাতি তফিজ ও সোয়াদকে নিয়ে গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে দাদি কমলা বেগম ও নাতি তফিজের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। অপর নাতি সোয়াদকে এখনও খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবার। ধারণা করা হচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে দাদি দুই নাতিকে নিয়ে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে। এর ভিতরে দাদি ও তার বড় নাতির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। এখনও ছোট নাতি সোয়াদের খোঁজ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

AHA
আরও পড়ুন