চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত দলিল লেখক ও সার্ভেয়ার মোরশেদুল আলম মুন্সিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও প্রকাশের মাধ্যমে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে মোরশেদুল আলম মুন্সি ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
মোরশেদুল আলম মুন্সি জানান, ফটিকছড়ি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম একটা রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে তাকে অফিসে ডেকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন। কিন্তু অফিস থেকে বের হওয়ার পর নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি তাকে জেরার মুখে ফেলেন এবং অনুমতি ছাড়াই ভিডিও ধারণ করেন। পরে প্রকৃত তথ্য যাচাই-বাছাই বা তার বক্তব্য না নিয়েই- "ফটিকছড়িতে মোরশেদ নামের এক প্রতারক সার্ভেয়ার জায়গা-জমির জাল-ভুয়া খাজনার দাখিলা রশিদ বের করে সাধারণ মানুষ থেকে লাখ টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছে"—এই ক্যাপশন দিয়ে ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন।
মোরশেদুল আলম মুন্সির দাবি, বর্তমানে অনলাইনে খাজনা পরিশোধের প্রক্রিয়া সম্পূর্ণ সুরক্ষিত। বিক্রেতার ছবি, জাতীয় পরিচয়পত্র, ফোন নম্বর, পাসওয়ার্ড ও ওয়ান-টাইম পিন (ওটিপি) ছাড়া অন্য কেউ খাজনা দিতে পারে না। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যাচাই-বাছাই ছাড়াই ও সব পক্ষের বক্তব্য না নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি অভিযুক্ত ব্যক্তি বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
মোরশেদুল আলম মুন্সির পরিবারের সদস্যের দাবি, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এমতাবস্থায় পরিবারের কারও মানসিক আঘাত বা অঘটন ঘটলে তার দায়ভার ‘ফটিকছড়ি সংলাপ’ ফেসবুক পেজের অ্যাডমিন বেলালকে নিতে হবে।
অভিযুক্ত পেজ অ্যাডমিন বেলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি। তবে বিয়ষটি নিয়ে কেউ কোনো ধরনের লেখালেখি বা নিউজ করলে তিনি একজন সরকারি কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করে ওই কর্মকর্তাকে দিয়ে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন।
মোরশেদুল আলম মুন্সিকে হেনস্তা করার সময়ে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমি নিজ চোখে দেখেছি, এক যুবক সাংবাদিক পরিচয়ে মোরশেদুল আলম মুন্সির পথরোধ করে বারবার জেরা ও হেনস্তা করছিল।”
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের বিমানবন্দরে হেনস্তা
হাতিয়ায় চিকিৎসককে যুবদল নেতার হেনস্তা, ভিডিও ভাইরাল