ঢাকা
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাতিয়ায় চিকিৎসককে যুবদল নেতার হেনস্তা, ভিডিও ভাইরাল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদল নেতার ল্যাবে রোগী না দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) অফিসে ঢুকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে অভিযুক্ত হাতিয়া পৌর যুবদলের আহ্বায়ক মোমিন উল্যা রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবদল। 

কারণ দর্শানো নোটিশ দেওয়ার সত্যতা সোমবার দুপুরে নিশ্চিত করেন জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন। এর আগে, রোববার দুপুরে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আরএমও ডা. শেখ মো. মাহমুদুর রহমানকে হেনস্তা করা হয়। ওই রাতেই অভিযুক্ত যুবদল নেতাকে কারণ দর্শানো নোটিশ দেয় জেলা যুবদল।      
ভূক্তভোগী চিকিৎসক ও স্থানীয়রা জানান, হাতিয়া পৌর যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাসেল সহ কয়েকজন যৌথ মালিকানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন ওছখালীতে হাতিয়া পপুলার ডায়াগনস্টিক নামে একটি ল্যাব পরিচালনা করেন। রোববার ওই ল্যাবের পার্টনার নাজমুল হোসেন রাফুল তাদের পার্শ্ববর্তী একটি ল্যাবে রোগী দেওয়ায় ডা. শেখ মো. মাহমুদুর রহমানকে মোবাইলে ফোনে হুমকি দেন। চিকিৎসক তাকে সামনে গিয়ে কথা বলতে বলেন। বেলা ১২টার দিকে যুবদল নেতা রাসেল ও রাফুলসহ কয়েকজন ডা. শেখ মো.মাহমুদুর রহমানের অফিস কক্ষে ঢুকে মারমুখী আচরণ করেন। এক পর্যায়ে তাকে ধাক্কাধাক্কি করা হয়। এই ঘটনারই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া পৌর যুবদলের আহ্বায়ক মোমিন উল্যাহ রাসেল বলেন, ‘ওখানে আমাকে অপমান-অপদস্ত করা হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে ভিকটিম বানানো হয়েছে। সেখানে উপস্থিত ডাক্তারদের বক্তব্য নেন, তারাই বলবে ওই ডাক্তার কি আচরণ করেছে।‘
জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন বলেন, ‘একটি ভিডিও আমরা দেখেছি, এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমরা তাকে কারণ দর্শনো নোটিশ দিয়েছি। দুই দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।  জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

JMR
আরও পড়ুন