নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ধসে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জামফারা রাজ্যের মারু এলাকার কাদৌরি সোনা খনিতে যখন ধস নামে তখন সেখানে অসংখ্য শ্রমিক মাটির নিচে কাজ করছিলেন।
সানুসি আউয়াল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে কমপক্ষে ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যখন ধস নামে তখন ওই খনিতে ১০০ শ্রমিক কাজ করছিলো। উদ্ধারকৃত একজন শ্রমিক বলেন, আমরা ভাগ্যবান যে আমাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। জামফারা প্রদেশের মুহাম্মদ ইসা নামের এক ব্যক্তি ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, খননকালে কিছু উদ্ধারকর্মী দম বন্ধ হয়ে মারা যান।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবক্কর অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। জামফারাতে অবৈধ খনন খুবই সাধারণ বিষয়। সেখানে সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে, যা সহিংসতা ও প্রাণঘাতী দুর্ঘটনার জন্য দায়ী। নিয়ন্ত্রণহীন এই খনিগুলোর অনিরাপদ পরিবেশের কারণে অতীতে একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে।
