ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝিনাইদহে লক্ষাধিক টাকার ব্যাটারি চুরি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ভাই ভাই ব্যাটারি নামক একটি ব্যাটারির দোকানে লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডের যশোর সড়কের ভাই ভাই ব্যাটারি নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যাটারির ডিলার।

চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, গতকাল রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। আজ সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পেছনের দেওয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারি ও বেশকিছু মালামাল চুরি হয়ে গেছে।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ও পুরাতন ব্যাটারি, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা কারছি, দ্রুততম সময়ের মধ্যে আসামি আটক করতে পারবো।

NJ
আরও পড়ুন