কুড়িগ্রামের উলিপুরে টিনের চালে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪২) ও তার স্ত্রী রুবি বেগম (৩৫)।
ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাতে শুরু হলে কৃষক জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী ঘরের ভেতরে ছিলেন। এ সময় টিনশেড ঘরের চালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে পাশের ঘরে থাকা তাদের ৩ সন্তান অক্ষত রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করে স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু 